Friday, September 21, 2012

 তোমায় ছেড়ে একা একা যখন কিছুটা পথ হেঁটে এসেছি
হঠাত্ এক নিঃসঙ্গতা অনুভূত হলো বুকের ডান পাশটাতে ।
পিছন ফিরে দেখি কোথায় তুমি !
কোথায় তোমার আল্তা রাঙা পায়ের ছাঁপ ।
আজ অনেকদিন পরে, আবার সেই আলতো পরশের আশায়
বুকের মাঝে ডুকরে কেঁদে উঠল ।
কতদিন দেখিনা তোমার সেই অভিমানী মুখ !
সেদিন একমাত্র আমার জন্যেই তোমাকে হারাতে হয়েছিল পথের বাঁকে। বুকের মাঝে তোমার স্মৃতি চিত্কার করে আমায় বলে,
"বেঈমান তুমি নিষ্ঠুর তুমি"। 


সৌজন্যেঃ- সঞ্জয় বিশ্বাস​