Sunday, June 23, 2013

তোমার চোখে সেদিন আমি ভালবাসা দেখে ছিলাম

তোমার চোখে সেদিন আমি ভালবাসা দেখে ছিলাম


তোমাকে হারাবার ভয় আমি আজো অনুভব করি
যেমনটা করে ছিলাম সেই সন্ধ্যে বেলায়
পিচ ঢালা পথের ধারে বসে ।
ছিলনা অর্কিড কিংবা হাস্নাহেনার মাতাল গন্ধ
 
তোমাকে মনে হয়েছিল সেই দিন
 
স্ট্যাচু অব লিবার্টির মতো
 
নিশ্চুপ অথচ সংকল্প বদ্ধ ।

তোমাকে হারাবার সেই দিনগুলো আজো মনে পড়ে
 
কাঠ পাথরের এই শহুরে জীবনের পরতে পরতে
 
হারাবার বেদনায় ম্রিয়মান, এই ধূসর আমি

আজ শেষ দিনগুলোর প্রান্তে এসে
 
তোমার চোখে সেদিন আমি ভালবাসা দেখে ছিলাম
আমি কিছু বলতে চাই
অনেক কাল হতে মনের গভীরে
লুকিয়ে থাকা ব্যাথা গুলোর কথা ।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম

 রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম 

ভানুসিংহ ঠাকুর

অকপট চন্দ্র ভাস্কর
আন্নাকালী পাকড়াশী
দিকশূন্য ভট্টাচার্য
নবীন কিশোর শর্মন
ষষ্ঠীচরন দেবশর্মা
বানীবিনোদ বিদ্যাবিনোদ
শ্রীমতী কনিষ্ঠা
শ্রীমতী মধ্যমা