Wednesday, September 29, 2010

শামসুর রাহমান

শামসুর রাহমান   

কবি শামসুর রাহমান বাংলাদেশ ও বাংলা ভাষার অন্যতম প্রধান কবি দুই বাংলায়

(জন্ম: অক্টোবর ২৪, ১৯২৯, মাহুতটুলি, ঢাকা - আগস্ট ১৭, ২০০৬ )

   
তাঁর শ্রেষ্ঠত্ব ও জনপ্রিয়তা প্রতিষ্ঠিত :~ 
শামসুর রাহমান (জন্ম: অক্টোবর ২৪, ১৯২৯, মাহুতটুলি, ঢাকা - আগস্ট ১৭, ২০০৬ ) বাংলাদেশ ও
বাংলা ভাষার অন্যতম প্রধান কবি। দুই বাংলায় তাঁর শ্রেষ্ঠত্ব ও জনপ্রিয়তা

জন্ম, শৈশব ও শিক্ষা :~
জন্ম নানাবাড়িতে। বাবা মুখলেসুর রহমান চৌধুরী ও মা আমেনা বেগম। পিতার বাড়ি নরসিংদী জেলার
রায়পুরায়, পাড়াতলী গ্রামে। কবিরা ভাই বোন ১৩ জন। কবি ৪র্থ। পুরোনো ঢাকার পোগোজ ইংলিশ হাই
স্কুল থেকে ম্যাট্রিকুলেশন ১৯৪৫ সালে। ১৯৪৭ সালে ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ থেকে আই এ পাশ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়-এ ইংরেজি বিষয়ে ভর্তি হলেও শেষ পর্যন্ত পাসকোর্সএ বিএ পাশ করেন। তিনি ইংরেজী
সাহিত্যে এম এ (প্রিলিমিনারী) পরীক্ষায় দ্বিতীয় বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করলেও শেষ পর্বের পরীক্ষায়
অংশগ্রহণ করেননি।

পেশা :~
পেশায় সাংবাদিক ছিলেন। সাংবাদিক হিসেবে ১৯৫৭ সালে কর্মজীবন শুরু করেন দৈনিক মর্ণিং নিউজে ।
১৯৫৭ সাল থেকে ১৯৫৯ সাল পর্যন্ত রেডিও পাকিস্তানের অনুষ্ঠান প্রযোজক ছিলেন। নভেম্বর, ১৯৬৪ থেকে
শুরু করে সরকারি দৈনিক দৈনিক পাকিস্তান এর সহকারী সম্পাদকের দায়িত্ব পালন করেন ১৯৭৭ এর জানুয়ারী
পর্যন্ত (স্বাধীনতা উত্তর দৈনিক বাংলা)। ফেব্রুয়ারি, ১৯৭৭ সালের ফেব্রুয়ারী মাসে তিনি দৈনিক বাংলা ও
সাপ্তাহিক বিচিত্রার সম্পাদক নিযুক্ত হন। ১৯৮৭ তে সামরিক সরকারের শাসনামলে তাকেঁ পদত্যাগ বাধ্য করা
হয়। অতঃপর তিনি ফয়জুল লতিফ চেৌধুরী প্রকাশিত অধুনা নামীয় মাসিক সাহিত্য পত্রিকার সম্পাদক
হিসেবে দায়িত্ব পালন করেন।

সাহিত্যধারা :~
বিংশ শতকের তিরিশের দশকের পাঁচ মহান কবির পর তিনিই আধুনিক বাংলা কবিতার প্রধান পুরুষ হিসেবে
প্রসিদ্ধ। কেবল বাংলাদেশের কবি আল মাহমুদ এবং পশ্চিম বঙ্গের কবি শক্তি চট্টোপাধ্যায় বিংশ শতকের
শেষার্ধে তুলনীয় কাব্যপ্রতিভার স্বাক্ষর রেখেছেন বলে ধাণা করা হয়। আধুনিক কবিতার সাথে পরিচয় ও
আন্তর্জাতিক-আধুনিক চেতনার উন্মেষ ঘটে ১৯৪৯-এ, এবং তার প্রথম প্রকাশিত কবিতা ১৯৪৯ মুদ্রিত হয়
সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকায়।

মৃত্যু:~
কবি শামসুর রাহমান ২০০৬ সালের ১৭ই আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা বেজে ৩৫ মিনিটে ঢাকায় বঙ্গবন্ধু
শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর ইচ্ছানুযায়ী ঢাকাস্থ
বনানী কবরস্থানে, তাঁর মায়ের কবরে তাঁকে সমাধিস্থ করা হয়।

প্রকাশিত গ্রন্থ :~
শামসুর রাহমানের প্রথম কাব্য গ্রন্থ 'প্রথম গান', মৃত্যুর আগে প্রকাশিত হয় ১৯৬০ সালে

    * কাব্যগ্রন্থ - ৬৬
    * উপন্যাস - ৪
    * প্রবন্ধগ্রন্থ - ১
    * ছড়ার বই - ৮
    * অনুবাদ - ৬
সম্মান:~
    * আদমজী সাহিত্য পুরস্কার
    * বাংলা একাডেমী পুরস্কার
    * একুশে পদক
    * নাসির উদ্দিন স্বর্ণপদক
    * জীবনানন্দ পুরস্কার
    * আবুল মনসুর আহমেদ স্মৃতি পুরস্কার
    * মিতসুবিসি পুরস্কার (সাংবাদিতার জন্য)
    * স্বাধীনতা পদক
    * আনন্দ পুরস্কার

ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কবিকে
সম্মান সূচক ডি.লিট উপাধিতে ভূষিত করে।

No comments:

Post a Comment