Monday, March 26, 2012

সৌমিত্র চট্টোপাধ্যায়


সৌমিত্র চট্টোপাধ্যায় 
সৌমিত্র চট্টোপাধ্যায়

একটি অনুষ্ঠানে রবীন্দ্রনাথের কবিতা পাঠ করছেন সৌমিত্র চট্টোপাধ্যায়
জন্মজানুয়ারি ১৯, ১৯৩৫ (বয়স ৭৭)


সৌমিত্র চট্টোপাধ্যায়(জন্ম জানুয়ারি ১৯১৯৩৫)একজন ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা। সৌমিত্র চট্টোপাধ্যায় বিখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের ৩৪টি সিনেমার ভিতর ১৪টিতে অভিনয় করেছেন ।
সৌমিত্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাহিত্য নিয়ে পড়াশোনা করেন । ১৯৫৯ সালে তিনি প্রথম সত্যজিৎ রায়ের পরিচালনায় অপুর সংসার ছবিতে অভিনয় করেন । পরবর্তী কালে তিনি মৃণাল সেনতপন সিংহঅজয় করের মত পরিচালকদের সাথেও কাজ করেছেন । তাঁর অভিনীত চরিত্রগুলির ভিতরে সবথেকে জনপ্রিয় হল ফেলুদা। তিনি সত্যজিৎ রায়ের পরিচালনায় সোনার কেল্লা এবং জয় বাবা ফেলুনাথ ছবিতে ফেলুদার ভূমিকায় অভিনয় করেছেন ।
সিনেমা ছাড়াও তিনি বহু নাটকযাত্রা, এবং টিভি ধারাবাহিকে অভিনয় করেছেন ।
অভিনয় ছাড়া তিনি নাটক ও কবিতা লিখেছেন,পরিচালনা করেছেন । তিনি একজন খুব উঁচুদরের আবৃত্তিকার ।

পুরস্কার

সৌমিত্র চট্টোপাধ্যায় ফ্রান্সের সর্বোচ্চ সম্মান 'Officier des Arts et Metiers' পেয়েছেন । সত্তরের দশকে তিনি পদ্মশ্রীপান কিন্তু তিনি তা গ্রহণ করেননি । পরবর্তী কালে তিনি পদ্মভূষণ পুরস্কার লাভ করেন ।
২০১২ সালে তিনি ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার দাদাসাহেব ফালকে পুরস্কার লাভ করেছেন।

ছবির তালিকা

এই তালিকাটি অসম্পূর্ণ

No comments:

Post a Comment