Thursday, March 3, 2011

রবীন্দ্রসঙ্গীত - সুচিত্রা মিত্র

রবীন্দ্রসঙ্গীত
সুচিত্রা মিত্র
আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়া
আজি কোন সুরে বাঁধিব
আজি ঝড়ের রাতে তোমার অভিসার
আমার নয়ন ভুলানো এলে
আমার রাত পোহালো
এই উদাসী হাওয়ার পথে
এখনো গেল না আঁধার
ঔই বুঝি কালবৈশাখী
কৃষ্ণকলি আমি তারে বলি
কি ফুল ঝরিল
ছুটির বাঁশি বাজল
ঝর ঝর বরিষে বারিধারা
তোমারি মধুর রূপে
দারুণ অগ্নিবাণে রে
দীপ নিবে গেছে মম
নীল – নবঘনে আষাঢ়গগনে
ফাগুন হাওয়ায়
ফাগুনের পূর্ণিমা এল
বসন্তে আজ ধরার চিত্ত
বাদল মেঘে মাদল বাজে
বেলা গেল তোমার পথ চেয়ে
ভাঙল হাসির বাঁধ
মধ্যদিনের বিজন বাতায়নে
মেঘের কোলে কোলে যায় রে
মেঘের পরে মেঘ জমেছে
রঙ লাগালে বনে বনে কে
শিউলি ফোটা ফুরালো যেই
সহসা ডালপালা তোর উতলা
হিমের রাতে ওই গগনের

No comments:

Post a Comment