Thursday, March 3, 2011

রবীন্দ্রসঙ্গীত - দেবব্রত বিশ্বাস

রবীন্দ্রসঙ্গীত
দেবব্রত বিশ্বাস
অকারণে অকালে মোর
আজি শ্রাবণ ঘনগহন মোহে
আবার এসেছে আষাঢ়
আমার জ্বলে নি আলো
আমার যে দিন
আমার শেষ পারানির কড়ি
আমি চঞ্চল হে
এবার আমায় ডাকলে দূরে
ক্লান্তি আমার ক্ষমা করো
কাছে ছিলে দূরে গেলে
কে গো অন্তরতর সে
চিত্ত আমার হারালো
জানি নাই গো সাধন তোমার
তুমি যে আমারে চাও
তমীশ্বরণং পরমং মহেশ্বর
তোমার কথা হেথা কেহ তো
দিনগুলি মোর সোনার খাঁচায়
নাই বা ডাকো, রইব তোমার দ্বারে
বহু যুগের ওপার হতে
বাদল দিনের প্রথম কদম ফুল
মন মোর মেঘের সঙ্গী
মোর ভাবনারে
যতবার আলো জ্বালাতে চাই
স্বপ্নে আমার মনে হলো

No comments:

Post a Comment