Thursday, January 31, 2013

কবিতা – শক্তি চট্টোপাধ্যায়


ধর্মে আছো, জিরাফেও আছো – শক্তি চট্টোপাধ্যায়

মনে পড়লো, তোমায় পড়লো মনে     
বাঁশি বাজলো হঠাত্ই জংশনে
লেভেল ক্রশিং এ দাঁড়িয়ে আছে ট্রেন
এখন তুমি পড়ছো কি হার্ট ক্রেন?
দেড়শো মাইল পেরিয়ে গেলাম কাছে
বললে তুমি এমন করলে বাঁচে
ঐ সামান্য বিদ্যাদানের টাকা!
সত্যি, পকেট – ইঁদুর বাদে, ফাঁকা।
এমন সময় বুদ্ধি দিলে ভারি
বসেছিলাম চাঁদের আড়াআড়ি
বললে, এই যে – রাখো তোমার কাছে
তোমার ছবি আমার বাক্সে আছে।
মনে পড়লো, তোমায় পড়লো মনে
বাঁশি বাজলো হঠাত্ই জংশনে
লেভেল ক্রশি -ং দাঁড়িয়ে আছে ট্রেন
অনাবশ্যক পড়ছো কি হার্ট ক্রেন?

ধর্মে আছো, জিরাফেও আছো– শক্তি চট্টোপাধ্যায়

আজ সেই ঘরে এলায়ে পড়েছে ছবি    
এমন ছিলো না আষাঢ় শেষের বেলা
উদ্যানে ছিল বরষা-পীড়িত ফুল
আনন্দ-ভৈরবী।
আজ সেই মাঠে আসে না রাখাল ছেলে
কাঁদে না মোহনবাঁশিতে বটের মূল
এখনো বরষা কোদালে মেঘের ফাঁকে
বিদ্যুত্-রেখা মেলে।
সে কি জানিত না এমনি দু:সময়
লাফ মেরে ধরে মোরগের লাল ঝুঁটি
সে কি জানিত না হদৃয়ের অপচয়
কৃপণের বামমুঠি
সে কি জানিত না যত বড়ো রাজধানী
তত বিখ্যাত নয় এ হদৃয়পুর
সে কি জানিত না আমি তারে যত জানি
আনন্দ-সমুদ্দুর
আজ সেই ঘরে এলায়ে পড়েছে ছবি
এমন ছিলো না আষাঢ় শেষের বেলা
উদ্যানে ছিল বরষা-পীড়িত ফুল
আনন্দ-ভৈরবী।

No comments:

Post a Comment