ইচ্ছে চুরি
যাচ্ছে যে দিন মজায় মজায়
আসবেনা আর ফিরে ,
হারানো সব দিনের মূল্য
বুঝবি ধীরে ধীরে....!!
পাবিনা আর আড্ডাবাজি
গান গাওয়ার এই দিন ,
কাজের চাপে মাথার উপর
বাজবে দুঃখের বীণ...!!
পারবিনা আর করতে চুরি
ডাব লিচু আর আম ,
ধরা খেয়ে নিবিনা আর
আল্লাহ খোদার নাম...!!
আসবিনা আর খেলার মাঠে
সকাল কিংবা সাঁঝে ,
থাকবি তখন ব্যস্ত সবাই
নিজেদেরই কাজে...!!
ঘুরবিনা আর নাটাই হাতে
উড়বেনা তোর ঘুড়ি ,
অজান্তে তোর হবে সকল
ইচ্ছেগুলো চুরি....!!
পারবিনা আর কাটতে সাতার
পুকুর কিংবা খালে ,
আটকে যাবি জীবনেরই
কঠিন বেড়াজালে....!!
তাই মজা যত করবি রে
তুই কর ইচ্ছেমতন ,
হারাবি বয়স, হবে মজার
যবনিকা পতন ......!!
সৌজন্যেঃ- সঞ্জয় বিশ্বাস
যাচ্ছে যে দিন মজায় মজায়
আসবেনা আর ফিরে ,
হারানো সব দিনের মূল্য
বুঝবি ধীরে ধীরে....!!
পাবিনা আর আড্ডাবাজি
গান গাওয়ার এই দিন ,
কাজের চাপে মাথার উপর
বাজবে দুঃখের বীণ...!!
পারবিনা আর করতে চুরি
ডাব লিচু আর আম ,
ধরা খেয়ে নিবিনা আর
আল্লাহ খোদার নাম...!!
আসবিনা আর খেলার মাঠে
সকাল কিংবা সাঁঝে ,
থাকবি তখন ব্যস্ত সবাই
নিজেদেরই কাজে...!!
ঘুরবিনা আর নাটাই হাতে
উড়বেনা তোর ঘুড়ি ,
অজান্তে তোর হবে সকল
ইচ্ছেগুলো চুরি....!!
পারবিনা আর কাটতে সাতার
পুকুর কিংবা খালে ,
আটকে যাবি জীবনেরই
কঠিন বেড়াজালে....!!
তাই মজা যত করবি রে
তুই কর ইচ্ছেমতন ,
হারাবি বয়স, হবে মজার
যবনিকা পতন ......!!
সৌজন্যেঃ- সঞ্জয় বিশ্বাস
No comments:
Post a Comment